দেশজুড়েপ্রধান শিরোনাম
নারায়ণগঞ্জে বাসভাড়া না কমালে রোববার হরতাল
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ সব রুটে বাসভাড়া কমানোর প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া না হলে আগামীকাল রোববার নারায়ণগঞ্জে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কঠোর হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন বক্তারা।
সংগঠনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সদস্যসচিব ধীমান সাহার সঞ্চালনায় বক্তব্য দেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ন্যাপ জেলার সম্পাদক আওলাদ হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সদস্যসচিব আবু নাঈম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলার সম্পাদক হিমাংশু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সমমনা সভাপতি সালাউদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদ জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত সমন্বয়ক আলমগীর হোসেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা বাসভাড়া কমাতে একাত্মতা ঘোষণা করেন।
রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের গণপরিবহনকে চাঁদাবাজির উৎস মনে করে মাফিয়া-গডফাদাররা। পরিবহন মাফিয়া-গডফাদার ওসমান পরিবার নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে বছরের পর বছর অতিরিক্ত ভাড়া আদায় করে কোটি কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে এই পরিবহন মাফিয়া-গডফাদাররা পালিয়ে গেছে। তাই তাদের অযৌক্তিক বাসভাড়া কমাতে হবে।
রফিউর রাব্বি আরও বলেন, ‘জনগণের পক্ষে গণদাবি মেনে নিয়ে বাসভাড়া কমানোর ঘোষণা দিন। অন্যথায় রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নারায়ণগঞ্জে কঠোর হরতাল পালন করার হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম হরতাল হলে এর দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ভাড়া না কমিয়ে পরিবহন বন্ধ রাখার চেষ্টা করা হলে এই রুটে বিআরটিসি বাস চালু করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই পরিবহন গডফাদারমুক্ত হয়েছে। আর নতুন কোনো গডফাদারের জন্ম নিক, আমরা তা চাই না। এ সুযোগ আমরা দেব না।’
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন মাফিয়া গোষ্ঠী পরিবহন সেক্টর দখল করে অযৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করে কোটি কোটি টাকা আদায় করছে। পরিবহনমালিকদের উচিত মাফিয়া-গডফাদারকে চাঁদা না দিয়ে ভাড়া কমিয়ে জনগণের পাশে দাঁড়ানো। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের কাছে দাবি, জনগণের স্বার্থে নারায়ণগঞ্জ থেকে সব রুটে ভাড়া কমাতে হবে। না হলে আগামীকাল ডাকা হরতালে নারায়ণগঞ্জ অচল করে দিয়ে দাবি আদায় করে ছাড়ব।
সমাবেশ শেষে একটি মশালমিছিল নগরের চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়া শহীদ মিনারে এসে শেষ হয়।
এর আগে গত ২৬ অক্টোবর সংগঠনটি সংবাদ সম্মেলন করে এই রুটে বাসভাড়া কমানোসহ তিন দফা দাবিতে ৯ দিন কর্মসূচি পালনসহ ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল।