দেশজুড়ে

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে পারিবারিক কলহের জেরে নাতির ছুরিকাঘাতে দাদি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাতিসহ তার পরিবারের লোকজন।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাছলিমা বেগম। ৬৫ বছর বয়সী তাছলিমা উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের চান্দ আলীর স্ত্রী। অভিযুক্ত ব্যক্তিরা হলেন, একই গ্রামের বুরহান উদ্দিনের ছেলে হৃদয় হাসান ও মুন্না। তারা নিহত তাছলিমা বেগমের নাতি।

স্থানীয়দের বরাত দিয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে তাসলিমা বেগমকে ছুরিকাঘাত করেন তারই নাতি হৃদয় হাসান ও মুন্না। পরে মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হৃদয় হাসানের মা রানী বেগমকে আটক করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close