দেশজুড়ে
নাটোরে ১০৫ মণ ভেজাল গুড় জব্দ; ব্যবসায়ীকে জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলায় ১০৫ মণ (৪২০০ কেজি) ভেজাল গুড় জব্দ করেছে র্যাব। এসময় ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে বাদশা (৩২) নামের এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) লালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সাদিয়া আফরিনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য ওই গ্রামে অভিযান চালায়। শনিবার রাত ১২টা ৫০ মিনিট থেকে রবিবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ওই ভেজাল গুড় জব্দ করা হয়। জব্দ করা ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।