দেশজুড়ে
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
ঢাকা অর্থনীতি ডেস্ক: নাটোরের সদর উপজেলায় দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-লিখন (৩৫) ও ফারুক হোসেন (৩৩)। লিখন দুর্ঘটনাকবলিত নান্নু ট্রাভেলসের হেলপার। তার বাড়ি নাটোরের ইয়াছিনপুরে। ফারুক একই বাসের যাত্রী ছিলেন। তিনি সদর উপজেলার চকফুলবাড়িয়া গ্রামের ছাবেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশিয়াবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু ট্রাভেলস নামে যাত্রিবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রিবাহী বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নান্নু ট্রাভেলসের হেলপার লিখন নিহত হন।
খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে ফারুক মারা যান। পরে আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এনএ