দেশজুড়ে
নাটোরে ইমো হ্যাকের পর ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইমো হ্যাকের পর ব্ল্যাকমেইল করে টাকা নিত চক্রটি। আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে প্রবাসীদের থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে লালপুর উপজেলা থেকে ৮ জনকে এবং বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগাতিপাড়া উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, জেলার ইমো হ্যাকারদের প্রতারণা নিয়ে ২টি দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ হ্যাকাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশে ২০ সেপ্টেম্বর লালপুর থানায় উপ-পরিদর্শক হাসন তৌফিক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। এরপর বুধবার রাত থেকে ইমো হ্যাকারদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ সুপার জানান, এই হ্যাকাররা প্রবাসীদের আইডি হ্যাক করে তাদের পরিবারের কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
/ আরএইচএস