দেশজুড়েপ্রধান শিরোনাম
নাটোরে আজ থেকে ৭ দিনের কঠোর লকডাউন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাটোরে আজ থেকে সাত দিনের ফের কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন। সোমবার গভীর রাতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। তবে লকডাউন চলাকালে জরুরি পণ্যসেবা সরবরাহ চালু থাকবে।
ভার্চুয়াল এই সভায় স্থানীয় এমপি, মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা যুক্ত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের কাছে লকডাউনের ব্যাপারে মতামত চেয়ে জরিপ পরিচালনা করা হয়। সেখানে বেশির ভাগ অংশগ্রহণকারী সর্বাত্মক লকডাউনের পক্ষে মত দেন। সভা শেষে কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়।
আলোচনা শেষে রাত সোয়া ১টার দিকে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী সাত দিন নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সর্বাত্মক লকডাউন থাকবে। লকডাউনের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না, মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং স্বেচ্ছাসেবকরা জরুরি পণ্য সরবরাহ করবেন।
/এন এইচ