প্রধান শিরোনামবিশ্বজুড়ে

নাও পাওয়া যেতে পারে করোনার ভ্যাকসিনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কোভিড-১৯ এর টিকা আবিষ্কারে নিরলস পরিশ্রমে অগ্রগতি আসলেও টিকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরাস আধানোম। খবর বিবিসি’র।

সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ মুহূর্তে ভ্যাকসিন নিয়ে কোনো আশার আলো নেই, এমনকি তা নাও পেতে পারি আমরা। ফলে আমাদের সবসময়ই সামাজিক দূরত্ব, হাত ধোয়ার এবং মাস্ক পরার মতো ব্যবস্থাগুলো মেনে চলতে হবে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ৬ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।

তেদরাস আধানোম বলেন, ‘করোনাভাইরাসের টিকা তৈরির কাজ চলেছে। বিশ্বজুড়ে কয়েকটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষা পর্যায়ে রয়েছে। আশা করছি, এগুলো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে এ মুহূর্তে কোনো আশার আলো নেই, এমনকি তা নাও পেতে পারি আমরা। করোনা পরীক্ষা, আইসোলেশন ও রোগীর চিকিৎসা, রোগী সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা ও তাদের পৃথক রাখতে হবে।

এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close