প্রধান শিরোনামবিশ্বজুড়ে
নাইজেরিয়ায় ২২তলা ভবন ধস: নিহত ৪, নিখোঁজ শতাধিক
ঢাকা অর্থনীতি ডেস্ক: নাইজেরিয়ায় একটি ২২তলা নির্মাণাধীন ভবন ধসে চারজন নিহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অন্তত ১০০ জন।
সোমবার নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবন ধসের ওই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন,‘লাগোস শহরের অভিজাত ইকোয়ি এলাকায় এই বহুতল ভবনে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছিল। গত দুই বছর ধরে এই ভবনের নির্মাণকাজ চলছিল।
ভবনটিতে অনেক নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভবনটি ধসে পড়ে।’
এদিকে দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজে এগিয়ে আসেন শত শত মানুষ। রেডক্রসের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন জরুরি উদ্ধরাকর্মীরা।
উল্লেখ্য, নাইজেরিয়ার লাগোসে ভবন ধসের মতো দুর্ঘটনা নতুন নয়। দেশটির সবচেয়ে বড় এই শহরে প্রায় দুই কোটি মানুষের বসবাস। ২০১৯ সালেও সেখানে দুটি পৃথক ভবন ধসের ঘটনা ঘটে।
/একে