প্রধান শিরোনামবিশ্বজুড়ে

নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭৯ জন নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চোম্বাঙ্গু গ্রামে অন্তত ৪৯ জন এবং জারোমদারে গ্রামে ৩০ জন নিহত হয়েছেন। খবর- রয়টার্স ও বিবিসি।

নাইজারের পশ্চিমে মালি সীমান্তের কাছে গ্রাম দুটির অবস্থান। আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে। দেশগুলোর টিলাবেরি অঞ্চলে গ্রাম দুটি অবস্থিত। সেখানে ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে।

নাইজারে জাতীয় নির্বাচনের মধ্যেই ওই দুটি গ্রামে সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল। দুই দফায় পাঁচ বছর করে মেয়াদ শেষে দেশটির প্রেসিডেন্ট মাহামাদৌ ইসৌফু এবার পদত্যাগ করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close