দেশজুড়েপ্রধান শিরোনাম

নব্য জেএমবির সামরিক কমান্ডার আবু বাছির গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর মিরপুর মাজার রোড এলাকা থেকে নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার আব্দুল্লাহ আল নোমান ওরফে আবু বাছিরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, গত জুলাইয়ে রাজধানীর পল্টন এলাকায় পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত আবু বাছিরকে গ্রেফতার করা হয়।

এর আগে ২০১৮ সালেও জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয় আবু বাছির। পরে জামিনে মুক্ত হয়ে আবার জেএমবির সামরিক শাখায় যোগ দেন তিনি।

গ্রেফতার জঙ্গিদের সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে জেল কর্তৃক্ষকে চিঠি দিয়েছে সিটিটিসি ইউনিট।

Related Articles

Leave a Reply

Close
Close