শিক্ষা-সাহিত্য
নব্য অ্যাটর্নি জেনারেলকে গবি উপাচার্যের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এ এম আমিন উদ্দিনকে মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রধান আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করায় গণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু তাকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) গণ বিশ্ববিদ্যালয় উপাচার্য(ভারপ্রাপ্ত) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিনন্দন পত্র পাঠান।
এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।
এর আগে ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
/আরএম