জীবন-যাপনতথ্যপ্রযুক্তি
নবজাতকের জন্ডিসের খবর জানাবে অ্যাপ
ঢাকা অর্থনীতি ডেস্ক: সদ্যোজাত শিশুটির জন্ডিস আছে কি না, তাকে এখনই ডাক্তার দেখানো দরকার কি না—এসব প্রশ্ন নিয়ে মা-বাবার নিরন্তর দুশ্চিন্তার দিন বুঝি শেষ হলো। লন্ডনের বিজ্ঞানীরা এমন এক মোবাইল অ্যাপ তৈরি করেছেন, যা দিয়ে নবজাতকের চোখ পরীক্ষার মাধ্যমে তার দেহে জন্ডিসের উপস্থিতি ও এর মাত্রা শনাক্ত করা যাবে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মেডিক্যাল ফিজিকস অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেরেন্স লিউং জানান, স্মার্টফোনভিত্তিক ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন নবজাতকের জন্ডিস কোনোভাবেই নজর এড়াতে না পারে, পাশাপাশি জন্ডিসের মাত্রা নিশ্চিত হয়ে সময়মতো যেন ব্যবস্থা নেওয়া যায়।
অ্যাপটির ব্যাপারে তিনি আরো জানান, আপাতত ছোট পরিসরে চলছে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম। আরো বড় পরিসরে এটি পরীক্ষা করে এর ফলাফল দেখার অপেক্ষায় আছেন তাঁরা। তাঁর বিশ্বাস, বিশ্বজুড়ে বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোয় মারাত্মক জন্ডিসের কারণে শিশুমৃত্যুর হার ঠেকাতে সহায়ক ভূমিকা রাখতে পারবে তাঁদের এ মোবাইল অ্যাপ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।