দেশজুড়েপ্রধান শিরোনাম
নদী দূষণের দায়ে ৩ কোটি টাকা জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুর্ঘটনায় পড়ে জ্বালানি তেল ফেলে নদী দুষণের অভিযোগে দেশ-১ নামে এক অয়েল ট্যাঙ্কারকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম পরিবেশ আদালতে শুনানী শেষে জাহাজটিকে এই পরিমাণ অর্থদণ্ড করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সংযুকক্তা দাশগুপ্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানীতে দুর্ঘটনায় কবলিত অপর লাইটারেজ জাহাজ ‘সিটি ৩‘কে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে কর্ণফুলী নদীর তিন নম্বর ডলফিন জেটি এলাকার মাঝ নদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ও অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর সংঘর্ষ ঘটে। এতে অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর তলা ফেটে গিয়ে প্রায় ১২০০ টন ডিজেল কর্ণফুলী নদীতে পড়ে যায়। এতে কর্ণফুলি চ্যানেল ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।