দেশজুড়ে

নতুন সড়ক আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। এসময় তিনি ৯ দফা দাবি উপস্থাপন করেন।

এদিকে মঙ্গলবার রাজধানীর সাতরাস্তা মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন ট্রাক চালকরা। ফলে এ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকেরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না পর্যন্ত আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

Related Articles

Leave a Reply

Close
Close