দেশজুড়েপ্রধান শিরোনাম

নতুন সরকারি কোয়ার্টারে সিলিন্ডার গ্যাস: প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি নতুন নির্মিত বা নির্মাণাধীন সরকারি কোয়ার্টারগুলোতেও আর পাইপ লাইনের গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন থেকে সরকারি আবাসিক ভবনে কোনও গ্যাস সংযোগ দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তাদের সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন এখন থেকে যেসব সরকারি বাড়ি তৈরি করা হবে, সেগুলোতে মসকিউটো নেটিং থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি সব বাসভবনে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আবর্জনা ডিসপোজালের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন। বাড়ির নিচতলায় গাড়িচালকদের জন্য টয়লেট, নামাজ পড়ার জায়গা ও বিশ্রামের জায়গা রাখারও নির্দেশনা দিয়েছেন।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close