খেলাধুলা

নতুন র‌্যাংকিং, আর্জেন্টিনার উন্নতি

ঢাকা অর্থনীতি ডেস্ক: নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগের মতো শীর্ষস্থানেই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে বেলজিয়াম। তবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনার।

এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির দল। এদিকে, এক ধাপ অবনতি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। বেনজিমা-এমবাপ্পের ফ্রান্স এখন চারে। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা ও এস্তোনিয়ার বিপক্ষে জয়ের ফলে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৭০.৬৫- এ। অন্যদিকে, উয়েফা নেশন্স লিগের বাজে পারফরমেন্সের কারণে ফ্রান্সের রেটিং পয়েন্ট কমে নেমেছে ১৭৬৪.৮৫-তে।

শীর্ষে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট ১৮৩৭.৫৬। বেলজিয়াম দুইয়ে রয়েছে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে।

Related Articles

Leave a Reply

Close
Close