আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

নতুন ভবনে আশুলিয়া থানা

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন পর জরাজীর্ণ ভবন ছেড়ে নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে ঢাকা জেলার আশুলিয়া থানা। এর আগে পুরাতন ভবনের জরাজীর্ণতা ও ঝুঁকির বিষয়টি গণমাধ্যমেও তুলে ধরার কারনে নতুন ভবনটির উদ্বোধন করতে এসে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল সংলগ্ন এলাকায় ভাড়াকৃত ৫ তলা ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে থানার নতুন ভবনের কার্যক্রম শুরু হয়।

উদ্ভোধন অনুষ্ঠানে ডিআইজি জানান, নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে আশুলিয়ার থানার কার্যক্রম ও সেবা আরও বেগবান হবে। এসময় অদূর ভবিষ্যতে স্থায়ী নিজস্ব ভবন তৈরীর আশাবাদ ব্যাক্ত করেন তিনি। এছাড়া সাভার-আশুলিয়া অঞ্চলে প্রয়োজনে একাধীক থানায় বিভক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলা থেকে বর্তমান করোনা পরিস্থিতিতে সবক্ষেত্রে পুলিশ সম্মুখসারীর যোদ্ধা হিসাবে প্রমান দিয়ে আসছে। ঢাকা জেলার প্রতিটি থানা সিসিক্যামেরার মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের মনিটরিং এর আওতায় আনা হয়েছে। পুলিশের সেবার মান জনগনের দ্বারগোড়ায় পৌছে দিতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এসময় তিনি বিভিন্ন ক্ষেত্রে পুলিশের অবদান তুলে ধরেন।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, সাভার ক্যান্টনমেন্টের এমপি ইউনিটের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল খুরশীদ আলম পিএসসি, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগন এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

২০০৫ সালে ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানা গঠিত হয়। দীর্ঘদিন ধরে পুরোনো ঝুঁকিপূর্ন ভবনে থানা কার্যত্রম চলে আসছিলো।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close