বিনোদন

নতুন চালবাজে শ্রীদেবী রুপে শ্রদ্ধা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৩২ বছর আগের শ্রীদেবীর দ্বৈত চরিত্রকে রুপালি পর্দায় আবার জীবন্ত করতে চলেছেন শ্রদ্ধা কাপুর। পর্দায় আসতে চলেছে সুপারহিট ছবি চালবাজ–এর দ্বিতীয় মৌসুম। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত শ্রদ্ধা।

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী, রজনীকান্ত আর সানি দেওল অভিনীত চালবাজ। পঙ্কজ পরাশর পরিচালিত এই ছবি তুমুল জনপ্রিয় হয়েছিল। চালবাজকেই আবার নতুন রূপে পর্দায় আনতে চলেছেন পঙ্কজ। এই সিকুয়েলের নাম চালবাজ ইন লন্ডন।

শ্রদ্ধা কাপুর এই ছবিরই মূল নায়িকা। একরাশ উচ্ছ্বাস নিয়ে শ্রদ্ধা বলেছেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ আর নিজেকে ভাগ্যবতী মনে করি যে চালবাজ ইন লন্ডন ছবির জন্য প্রযোজক ও পরিচালক আমার কথা ভেবেছেন। এটা আমার প্রথম দ্বৈত চরিত্র। আর এই ধরনের চরিত্র যেকোনো অভিনয়শিল্পীর জন্যই চ্যালেঞ্জিং। নতুন কিছু শিখতে পারব ভেবে আমি উত্তেজিত। আমি এই নতুন সফরের অপেক্ষায় আছি।’

পরিচালকের দাবি, আগের চালবাজ–এর থেকে সিকুয়েলটি একদম আলাদা হবে। গানগুলোকেও ব্যতিক্রমভাবে তুলে ধরা হবে। পঙ্কজ বলেছেন, ‘চালবাজ বলতেই শ্রীদেবীর নাম উঠে আসে, তাই আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। তবে আমি আগের ছবির রিমেক করছি না। চালবাজ ইন লন্ডন একটি নতুন ছবি হতে চলেছে।

অ্যাকশন আর আবেগে ভরপুর থাকবে এই সিকুয়েল ছবি। ৩০ বছর পরও অনেকের প্লেলিস্টে “না জানে কাহা সে আয়ি হ্যায়” গানটি আছে। একজন নির্মাতা হিসেবে আমি খুবই খুশি যে আমি অনেক বড় কিছু একটা করতে চলেছি।’

এখনই শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা টানা শুরু হয়েছে। এ প্রসঙ্গে পঙ্কজ বলেছেন, ‘শ্রীদেবীর সঙ্গে শ্রদ্ধার তুলনা নিয়ে এখনই কিছু বলতে চাই না। যারা তুলনা টানার, তারা টানবেই। তবে ছবিটি দেখলে সবাই বুঝতে পারবে যে এসব কিছুর প্রয়োজন ছিল না।’

Related Articles

Leave a Reply

Close
Close