শিল্প-বানিজ্য
নতুন কার্যালয় উদ্বোধন আইসিসিবির
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর গুলশানে আইসিসিবির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করতে ব্যবসায়ী সম্প্রদায় সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। তিনি দেশের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, আইসিসি বাংলাদেশ ডিসিসিআই প্রাঙ্গণে অবস্থিত একটি ছোট কার্যালয়ে ১৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে আইসিসি বাংলাদেশের আওতায় ১০টি চেম্বার ও ব্যবসায়িক সমিতি আছে।
এছাড়াও তিনি আইসিসিবির প্রতিষ্ঠাতা সহসভাপতি মরহুম লতিফুর রহমান, এ কে আজাদ, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার উল আলম চৌধুরী, তপন চৌধুরী, এ এস এম কাসেম ও মো. ফজলুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাহবুবুর রহমান নতুন কার্যালয় গঠনের পেছনে এদের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে আইসিসিবির সুন্দর ভবিষ্যতের কামনা করেন।