দেশজুড়ে

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

ঢাকা অর্থনীতি ডেস্ক :আবারও বিরোধী দল বিএনপি নতুন কর্মসূচি দিয়েছে। দলটি এবার ঢাকা বাদে অন্য সব মহানগরে ২৩ ও ২৮ মে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার( ১৮ই মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তবে গতকাল বুধবার থেকে রাজধানীসহ জেলায় জেলায় টানা ১০ দিনের সমাবেশ ও পদযাত্রার যে কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি চলবে।

টানা এই কর্মসূচির মধ্যেই ঢাকা ছাড়া অন্য সব মহানগরে পদযাত্রার কর্মসূচি দেওয়া হলো।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি এখন নতুন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিম, খান রবিউল ইসলাম রবি, তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, মুক্তিযোদ্ধা দলের মিয়া মোহাম্মদ আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।

এম/এম

Related Articles

Leave a Reply

Close
Close