খেলাধুলা

নজির গড়তে যাচ্ছেন সানিয়া মির্জা

ঢাকা অর্থনীতি ডেস্ক: টেনিস তারকা সানিয়া মির্জা টোকিও অলিম্পিকের হাত ধরে নতুন নজির গড়তে যাচ্ছেন । আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন সানিয়া। টোকিওর টেনিস কোর্টে নামলেই ইতিহাস গড়বেন তিনি। ভারতের নারী খেলোয়াড় হিসেবে প্রথমবার চারটি অলিম্পিকে খেলার রেকর্ড গড়বেন এই টেনিস সুন্দরী। খবর হিন্দুস্তান টাইমসের।

এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার বয়স ৩০ পেরিয়ে গেছে। তারপরও আমি খেলে যাচ্ছি। কতদিন আর খেলব, সেই নিয়ে ভাবি না। আমি আসলে প্রতিটা দিন ধরে এগোই। ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে করে রাখি না।’
২০১৮ সালে ছেলে ইজহানের জন্মের পর ফের কোর্টে ফেরেন সানিয়া। গত বছর জানুয়ারি মাসে হোবার্টে সোনা জিতেছিলেন তিনি এবং প্রায় দু’বছর পর কোনো ডাবলস টুর্নামেন্টেও জয় পান। এমনকী চার বছর পর টোকিও অলিম্পিকের জন্য ভারত সরকারের ‘টপস’-এও ফিরে এসেছেন সানিয়া মির্জা।

সামনেই উইম্বলডন এবং অলিম্পিক। দু’টিতেই অংশ নেবেন সানিয়া। তার জন্য কি বিশেষ কোনো প্রস্তুতি নিচ্ছেন? ৬টি গ্রান্ডস্লামজয়ী সানিয়া বলছিলেন, ‘কোর্টের ভিতরে তো অনুশীলন চলছেই। সেই সঙ্গে কোর্টের বাহিরে শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করছি।’
২০১৬ রিও অলিম্পিকের রোহন বোপান্না এবং সানিয়া জুটি মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠলেও, অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। সেই অফসোস সানিয়ার এখনও রয়েছে। তিনি বলেন, ‘ওই দিনটার কথা ভোলা সম্ভব নয়। আমার ক্যারিয়ারে সবচেয়ে যন্ত্রণার দিন। পদক জয়ের কাছে পৌঁছেও সেটা হাতছাড়া হয়েছিল।’
এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘অলিম্পিকে খেলাটা খুবই গর্বের। দেশকে প্রতিনিধিত্ব করি আমরা। টোকিও অলিম্পিকে খেলতে নামলে সবচেয়ে বেশি অলিম্পিকে অংশ নেওয়া প্রথম নারী হবো আমি।’

Related Articles

Leave a Reply

Close
Close