ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে নকল সরবরাহের অভিযোগে চার যুবকের জেল

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার ধামরাইয়ের কালামপুরে একটি বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে বহিরাগত চার যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভালুম আতাউর খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বহিরাগত চার যুবককে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- শামিম, ফাহিম, রুবেল ও মান্নানসহ চার যুবক। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহ করছিলেন ফাহিম, রুবেল ও মান্নানসহ চার বহিরাগত যুবক। এ সময় বিষয়টি নজরে আসলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তারা।তাই পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা ভেঙ্গে এ অপরাধ সংঘটনের জন্য আটক চার জনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

/একে

Related Articles

Leave a Reply

Close
Close