খেলাধুলাপ্রধান শিরোনাম

নকল ‘মেসি’; ফাঁদে ফেলে ২৩ তরুণীর শয্যাসঙ্গী!

ঢাকা অর্থনীতি ডেস্ক: চেহারা কাজে লাগিয়ে একে একে ২৩ তরুণীর শয্যাসঙ্গী হলেন ইরানের নকল মেসি। দেখতে তিনি মেসির মতোই। কিন্তু মেসি নন। তিনি ইরানের যুবক রেজা পারাসতেশ। দেখতে মেসির মতো চেহারা কাজে লাগিয়ে নারীদের ফাঁদে ফেলে শয্যাসঙ্গী করতেন ইরানের এ যুবক ব্যক্তি। এভাবে একে একে দুই বছরে মোট ২৩ নারীকে শয্যাসঙ্গী করেন তিনি। জানা গেছে, বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক মেসির মতো দেখতে পারাসতেশকে দু’বছর আগে তার বাবা তাকে মেসির জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে বলেন। আর সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তবে ‘নকল মেসি’ হিসেবে বেশ পরিচিতিও লাভ করেন ইরানের ওই যুবক। ইতিমধ্যে বার্সা অধিনায়কের মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটা শুরু করেন রেজা পারাসতেশ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ‘নকল মেসি’। ভাবমূর্তি কলুষিত করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন।

দেশটির বিজ্ঞাপনের বাজারেও বেশ কদর রয়েছে ইরানি মেসির। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে এই মেসির।

অনেকে আগ্রহ নিয়ে ছবি তুলছেন, কেউ কথা বলছেন ও আড্ডা মেতেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close