দেশজুড়েপ্রধান শিরোনাম

নকল ওষুধ বাজারজাত; ৪০ লাখ টাকা জরিমানাসহ ২ ব্যক্তির কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর হাতিরপুল এলাকার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি নকল ওষুধ বাজারজাত করার অপরাধে দু’জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযানের সময় এ দণ্ডাদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় তার সঙ্গে কয়েকজন র‌্যাব সদস্য ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারোয়ার আলম বলেন, ‘বিদেশি বিভিন্ন কোম্পানির ওষুধ নকল উৎপাদন ও বাজারজাত করায় সিলভার ট্রেডিং কোং এর জাহাঙ্গীর আলমকে দুই বছর কারাদণ্ড ও বিশ লাখ টাকা জরিমানা এবং নুরুল ইসলামকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে, টোটাল ফার্মার এসএম হোসেন ও রফিকুল ইসলামকে বিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অ্যারিস্টোক্র্যাট কেয়ার প্রতিষ্ঠানের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close