দেশজুড়ে
নওগাঁয় যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে দুলাল হোসেন নামের এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(৭ জানুয়ারি) সকালে, উপজেলার বালুকাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত দুলাল হোসেন উপজেলার উত্তরগ্রাম গ্রামের মৃত তাছের উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুলাল প্রতিদিন ব্যবসা শেষে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরতেন। কিন্তু,সোমবার(৬ জানুয়ারি) রাতে বাড়ি না ফেরায় তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার(৭ জানুয়ারি) সকালে উপজেলার বালুকাপাড়ায় একটি চাল কলের পাশে বস্তাবন্দী লাশটি দেখতে পায়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে ওই যুবককে কোথাও দুর্বৃত্তরা হত্যা করে বস্তায় ভরে লাশ ফেলে গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নিহত ওই যুবককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
/এন এইচ