শিল্প-বানিজ্য

নওগাঁয় মাসব্যাপী তাঁত শিল্প ও বাণিজ্য মেলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: নওগায় পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক এর উদ্যোগে নওগা পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয়েছে মাসব্যাপী “তাত শিল্প ও বাণিজ্য মেলা”।

জমে উঠেছে মাসব্যাপী তাঁত শিল্প ও বাণিজ্য মেলা। প্রথম দিকে বেচা কেনা কম থাকলেও দিনে দিনে বাড়ছে কেনা-বেচা। মেলায় দর্শনার্থীদের জন্য নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মেলায় শতাধিক স্টলে কসমেটিক, পোশাক, আসবাবপত্র, পিঠা পুলিসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আর এসব জিনিস কিনতে সকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছুটছেন বিভিন্ন বয়সীরা। মেলার এক পাশে রয়েছে ছোটদের জন্য নাগরদোলা, চরকি, ট্রেনসহ বিভিন্ন রাইড।

প্রচার প্রচারণার অভাব ও শীতের কারণে দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। সামনের দিনগুলো কেনা-বেচাও বাড়বে বলে মনে করছেন দোকানিরা।

নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং সৃজনশীলতা মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন আয়োজকরা।

পুলিশ নারী কল্যাণ সমিতিসহ-সভানেত্রী জান্নাতুন ফেরদৌস বলেন, ‘নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের সৃজনশীলতার মূল্যায়ণই আমাদের মূলমন্ত্র। মূল উদ্দেশ্য।’

গেল ২৩শে ডিসেম্বর নওগা পুলিশ লাইন্স মাঠে মাসব্যাপি “পুনাক তাত শিল্প ও বাণিজ্য মেলা ২০১৯” এর উদ্বোধন করা হয়। এ মেলা চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close