ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাই পৌর নির্বাচন ঘিরে সংঘর্ষ, কাউন্সিলর প্রার্থী আহত
![](https://www.dhakaorthoniti.com/wp-content/uploads/2020/12/ধামরাই-পৌর-নির্বাচনে-সংঘর্ষ-770x405.jpg)
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে পৌর নির্বাচনে প্রচারণার সময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থীসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
এর আগে দিবাগত রাতে ধামরাই পৌর এলাকার কালিগা এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় কাউন্সিলর প্রার্থী আমিনুল হাসান গার্নেল একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
স্থানীয়রা জানায়, ওই এলাকার ৫ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণার কাজ শুরু করেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তার ওপর অতর্কিত হামলা চালায় একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী জাকির হোসেন ওরফে লায়েক আলীর কর্মী সমর্থকরা। এসময় দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ আহত হয় অন্তত ১০ জন।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনা সঠিক, অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/আরএম