ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাই পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। মঙ্গলবার (০১ডিসেম্বর) সন্ধায় ধামরাই উপজেলার প্রধান নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে, আওয়ামীলীগ থেকে বর্তমান মেয়র আলহাজ গোলাম কবীর, বিএনপি থেকে নাজিম উদ্দীন মন্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সৈকত আলী এবং সতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির আতিকুর রহমান আতিক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর প্রার্থী পুরুষ ৪১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে উপজেলা হল রুমে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা মোঃ মনির হোসাইন খান এর নিকট এ মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ০৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেন ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
নির্বাচন অফিসের তথ্য মতে ধামরাইয়ে এবার মোট ভোটার ৪২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ জন এবং নারি ভোটার ২২ হাজার ৬৫ জন।
/এন এইচ