আশুলিয়াধামরাইস্থানীয় সংবাদস্বাস্থ্য

ধামরাই-আশুলিয়ায় নৌকা নিয়ে ফ্রি হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: ধামরাই উপজেলায় এবং আশুলিয়া থানার নলাম এলাকায় বন্যাদুর্গতদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

স্যাভলন এবং ‘আগ্রহ’ নামক এনজিও’র উদ্যোগে ৭দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
১০ আগস্ট থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্প চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক বক্তব্য এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ প্রদান করা হবে বলে জানান ক্যাম্পের দায়িত্বরত চিকিৎসক ডা. মীর ফাহিম ফয়সাল।
তিনি আরো জানান, “প্রতিদিন আমাদের সম্পূর্ণ টীম নৌকা নিয়ে নদীপাড়ের ৩টি করে গ্রামে ক্যাম্প করছি। পাশাপাশি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী এবং ফ্রি ঔষধ সরবরাহ করা হচ্ছে।”
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close