দেশজুড়েধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে ৫৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ের ধুলিভিটা এলাকা থেকে ৫৩.৯৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৭ জুলাই) রাতে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো- বি বাড়িয়া জেলার জুয়েল রানা (২৪) ও একই জেলার মোঃ হৃদয় (২২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ধামরাই থানাধীন ধুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩.৭৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ, ২ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১৪৫৭/- টাকা জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, আসামীরা বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য পিকআপের ভিতর অভিনব কায়দায় আলাদা চেম্বারের মাধ্যমে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিলো।

Related Articles

Leave a Reply

Kdy je nejlepší čas Jen rozený špion: Najděte kočičku mezi listy Tajemství šéfkuchaře: Jak dlouho vařit vejce, aby Pouze "Herkules" rychle uhodne Neuvěřitelná hádanka pro novoroční náladu: Hledání hrací Skvělý detektiv řeší silvestrovskou hádanku: Kočku
Close
Close