ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় শাহিনুর ইসলাম (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রে নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ১৩ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহুল বারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটির ছাত্র ছিল।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, শাহিনুর ইসলাম বারোবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এরমধ্যে ঢুলিভিটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সেলফি পরিবহনের সাথে ধাক্কা লেগে মাটিতে পরে গেলে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।