ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে ট্রাক চাপায় পুলিশ দম্পতি; স্বামী নিহত, স্ত্রী আহত

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে ট্রাকচাপায় লিয়াকত হোসেন (৩৬) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ডিএমপির পিওএম শাখায় দায়িত্ব পালন করতেন। তার স্ত্রীও ডিএমপিতে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, নিহত লিয়াকত হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যোগে নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি বান্নাখোলার দিকে যাচ্ছিলেন। তিনি ধামরাই-বান্নাখোলা আঞ্চলিক সড়কের ভাড়ারিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই লিয়াকত হোসেন মারা যান ও তার স্ত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক কিংবা ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close