ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে স্বামীর হাতে জুলেখা বেগম (৫০) নামের এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকেই স্বামী কোহিনূর ইসলাম পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রোববার ( ২০ নভেম্বর) সকালের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার স্বামী কোহিনুর এর বসত বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার মোঃ কোহিনুর (৫৫) ইসলামের স্ত্রী।
স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী কোহিনূর ইসলাম ও স্ত্রী জুলেখা বেগমের মধ্যে ঝগড়াঝাটি হয়। এর এক পর্যায়ে স্বামী ইট দিয়ে মাথায় আঘাত করলে জুলেখা মাটিতে পড়ে মারা যায়। এঘটনার পর স্বামী কোহিনুর বাড়ি থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামরাই থানার উপ- পরিদর্শক ( এস আই) রবিউল হক বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ছেলে এবং ভাইকে খবর দেয়া হয়েছে থানায় আসার জন্য। তারা আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।