ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে স্ত্রীর সহায়তায় স্বামীর ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা কিশোরী
ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে স্ত্রীর সহায়তায় স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা এক কিশোরী। বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের। এ ঘটনায় অভিযুক্তর স্ত্রী উজালা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ২৫ অক্টোবর) রাতে ভুক্তভোগীর কিশোরীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ধর্ষক মোকছেদ আলী ও তার স্ত্রী উজলা বেগম এবং স্থানীয় ইউপি মেম্বার মো. ফারুকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আসামীরা হলো- আমতা ইউনিয়নের মৃত সাধু বেপারীর ছেলে মো. মোকসেদ আলী, স্ত্রী উজালা বেগম, আমতা ইউনিয়নের ইউপি সদস্য মো. ফারুক হোসেন, আলামিন, দরবার আলী, চান মিয়া ও সাংবাদিক পরিচয়দানকারী জসিম।
এজহার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে কৌশলে প্রতিবেশী কিশোরীকে ডেকে নিয়ে যায় উজলা বেগম। পরে তার সহায়তা কিশোরীকে ধর্ষণ করে স্বামী মোকছেদ আলী। এ ঘটনায় কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ২১ অক্টোবর পরিবার কাছে খুলে বলে ভুক্তভোগী। এদিকে জানতে পেরে ঘটনা ধাপা চাপা দিতে স্থানীয় মেম্বার ফারুক হোসেন সহ কয়েক জন বিচারের নামে ১ লাখ ৮০ হাজার জরিমানা করে টাকা নিয়ে ঘটনা চুপ থাকার হুমকি দেয় ভুক্তভোগী পরিবারকে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, বিকৃত মানসিকতা থেকে এমন ঘৃনিত কাজে লিপ্ত হয়েছে এই দম্পতি। ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছে। অভিযান চালিয়ে অভিযুক্ত উজলা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বাকী আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হবে।