ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে স্কুলছাত্রীকে ‘ইভটিজিং’ এর প্রতিবাদ করায় হামলা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় তার পরিবারের উপর হামলা চালানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর বাবা৷
আটককৃত দুইজন হলেন, স্থানীয় দুলা মিয়ার ছেলে রবিন (২০) ও একই এলাকার উফাজ উদ্দিনের ছেলে বাদশা (৪২)।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে রাতেই তাদেরকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন ঢাকা অর্থনীতিকে বলেন, গত কয়েকদিন যাবৎ ওই স্কুলছাত্রীকে ইভটিজিং করলে সে তার পরিবারকে জানায়। পরে ছাত্রীর পরিবার অভিযুক্ত রবিনের বাড়িতে অভিযোগ জানাতে গেলে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্রীর পরিবারের উপর হামলা চালায় রবিন ও বাদশা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে এই দুজনকে আটক করি। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।