ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে সততা ফুড কারখানা সিলগালা, ভ্রাম্যামাণ আদালত

ধামরাই প্রতিবেদক:  ধামরাইয়ে অনুমোদনবিহীন সেমাই ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একটি কারখানাকে আর্থিক জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্বে ধামরাইয়ের বদরাইলে সততা ফুড কারখানায় এই অভিযান চালানো হয়।

আবুল কালাম আজাদ জানান, অনুমোদন নেই ও ভেজাল খাদ্য পণ্য তৈরি করছে এমন খবর ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিক আনাজ দেওয়ানকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমুলক আচরনের অভিযোগে কারখানা কর্মচারী মনির হোসেন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Close
Close