ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে মহাসড়কে প্রাণ গেল দুই শিক্ষার্থীর (ভিডিও)

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে যাত্রীবাহি বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে  পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা পিকআপ ভ্যানকে ওভারটেক করতে মোটরসাইকেলটি বাসের  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে ঘটে। নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব(২১) অপরজন আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুইজনই এইচ.এস.সি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সকালে হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলো সজিব ও রাশিদুল। এসময় ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌছলে পাটুরিয়াগামী একটি সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু’জন আরোহীই মারা যান। প্রাথমিকভাবে ধারনা দুই মোটরসাইকেল আরোহী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস- মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্ন হলেও, দ্রুত দুর্ঘটনা কবলিত বাস সড়িয়ে  নিয়ে যান চলাচল  স্বাভাবিক হয়।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close