ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে মহাসড়কে আগুন জালিয়ে শ্রমিকদের বিক্ষোভ
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক আগুন জালিয়ে দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের তালতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচী করেছে শ্রমিকরা। এসময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে তারা মহাসড়ক ছেড়ে মিছিল করে কারখানার দিকে ছুটে যায়।
কারখানার শ্রমিক জাহাঙ্গীর, কামরুল, শাহীন, রোজিনাসহ অনেকে জানান, তিন মাস ধরে আমাদের বেতন দিচ্ছে না কারখানার কর্তৃপক্ষ। এতে করে আমরা বাসা ভাড়া দিতে পারতেছি না। এছাড়াও খাবার খাওয়ার মত এক কেজি চাউল কেনার টাকাও আমাদের নাই। তাই আজ বাধ্য হয়ে আমরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। এসময় পুলিশ এসে আমাদের বাধা দেয়। পরে আমরা মহাসড়ক ছেড়ে দিয়ে কারখানার সামনে অবস্থান করি।
তবে দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান জানান,তিন মাসের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার দেওয়া হবে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, বৃহস্পতিবারের মধ্যে ৩ মাসের বেতন পরিশোধ করে দিবে দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেডের কর্তৃপক্ষ। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। শ্রমিকদের সরিয়ে নেয়া হয়েছে যান চলাচল স্বাভাবিক রয়েছে।