ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে অভিযান চালিয়ে একটি খাদ্য তৈরি কারখানা ‘বেকারী’ ও খাবার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের নেতৃত্বে উপজেলার শরীফবাগ এলাকার ভাই ভাই বেকারী ও একটি খাবার হোটেলে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তিনি ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারিকে ২০ হাজার টাকা ও পচাঁ, বাসি, নোংরা খাবার বিক্রির অভিযোগে একটি খাবার হোটেল মালিক ছাব্বির রহমানকে ৫ হাজার টাকা জড়িমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক বলেন, অনুমোদনহীন নিম্নমানের খাদ্য তৈরি ও বিক্রির জন্য একটি বেকারী ও খাবার হোটেলকে জড়িমানা করা হয়েছে। সেই সঙ্গে ২০ দিনের মধ্যে পরিবেশের মান উন্নয়ন ও লাইসেন্স নবায়নের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
/আরকে