ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বেকারি ও মাছ বিক্রেতাদের জরিমানা
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে বিএসটিআই অনুমোদনবিহীন খাবার তৈরি দায়ে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সঠিক ভাবে ওজন না দিয়ে মাছ বিক্রির অভিযোগে ৪ মাছ বিক্রেতাকেও জমিরানা করা হয়।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে ধামারইয়ের কালামপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক।
তিনি জানান, বিএসটিআই অনুমোদন নেই ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দায়ে সাইমন বেকারির মালিক নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনের গরমিল থাকায় তিন মাছ বিক্রেতাকে ৫শত টাকা এবং এক মাছ বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করা হয়।