ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বিদ্যুৎপৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোটেল এন্ড সুইটস এর কর্মচারী ইয়ার হোসেন(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ইয়ার হোসেন উপজেলার কুশুরা ইউনিয়নের কাউয়ালিপাড়া ( নবগ্রাম) এলাকার মোঃ চান মিয়ার ছেলে।
শনিবার( ১৮ জুন) ভোর ৬ টার দিকে কাউয়ালিপাড়া ইসমাইল হোটেল এন্ড সুইটস এর দোকানে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ভোর রাতে দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে বিদ্যুৎ এর পুড়ে যায়। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় ইয়ার হোসেন গুরুতর আহত হয়। তার অবস্থা বেগতিক দেখে হোটেল মালিক ইসমাইল হোসেন তৎক্ষনাৎ তাকে নিয়ে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের লাশ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানান ধামরাই থানার এস আই ফয়েজ।