
ঢাকার ধামরাইয়ে বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী সহ ভ্যান চালক নিহত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির(৫৫)সামাদ বাবু(৫৮) ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে ধামরাইয়ের ধাইরা হতে ছেড়ে আসা শ্রীরামপুরে দুধ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ভ্যান গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কে সুতিপাড়া এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি দূর পাল্লার বাস চাপা দেয় । এতে ঘটনা স্থলে ভ্যান গাড়ির দুই যাত্রী নিহত হয় এবং ভ্যান চালক আহত হয়। পরে ভ্যান চালক আব্দুল জব্বারকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা খুব সকালে ঘটায় অজ্ঞাত বাসটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।