ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বন্যার পানিতে নৌকা ডুবে দাদা-নাতনীর মৃত্যু
ধামরাই প্রতিবেদকঃ ধামরাইয়ে নৌকা ডুবে দাদা ও ১০ বছরের নাতনীর মৃত্যু হয়েছে। এঘটনায় এক নারীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাইল্লা এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার বাইল্লা গ্রামের মৃত রকমত আলীর ছেলে হাকিম আলি (৭০), ও তার নাতনি প্রবাসী জুলহাস আলীর মেয়ে মুন্নী (১১)। মুন্নী ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। এসময় জুলহাস আলীর স্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, দুপুরে ওই এলাকার প্রবাসী জুলহাস আলীর অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড়বৃষ্টি আরম্ভ হওয়ায় নৌকাটি উল্টে জুলহাস আলীর বাবা হাকিম আলী, সন্তান মুন্নী ও তার স্ত্রী পানিতে ডুবে যায়। এসময় হাকিম আলী ও মুন্নী মারা যায়। প্রাণে বেঁচে যান জুলহাস আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বদির উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, এরআগে গত ৩ দিনে ধামরাইয়ে বন্যার পানি ডুবে শিশুসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।