ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ধানের খড় মাথায় করে নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান তিনি।
শনিবার (০৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান বাবু কালীপদ সরকার। এর আগে সকালে কুল্লার কুশুরিয়ায় বজ্রপাতে আব্দুল খালেক মারা যান।
খালেক উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশুরিয়া এলাকার বাবু ব্যাপারীর ছেলে। তিনি এক সন্তানের জনক বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে বৃষ্টি দেখে নিজ জমি থেকে ধানের খড় মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় প্রচন্ড বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এই বজ্রপাতের কবলে পরে তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে স্বজনরা।
ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কালীপদ সরকার জানান, ঘটনাটি থানায় ও
উপজেলা নির্বাহী অফিসাসে অবহিত করে তাকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।