ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে পূজা কমিটির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ধামরাই প্রতিবেদক: ধামরাই উপজেলার ১৯৫ টি শারদীয় দূর্গা পূর্জামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এসময় ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ মোঃ সাঈুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল তাহমিদুল ইসললাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ , ধামরাই থানার ওসি তদন্ত কামাল হোসেন, পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান প্রমুখ।