ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে আলাদা ঘটনায় বন্যার পানিতে ডুবে আপিয়া আক্তার (২) ও সোমা আক্তার (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) সকালে উপজেলার সুতিপাড়ার নওগাঁও গ্রামে শিশু আপিয়া বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে (০৭ আগস্ট) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে সোমা আক্তার নামে শিশু পানি ডুবে যায়। তাকে উদ্ধার করে ধামরাইয়ের কালামপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।