ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (০৩ জুলাই) বিকেলে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু কারখানা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে মাটির ট্রাকের চালক ছিলো।

পুলিশ জানায়, গত ২৫ জুন থেকে আরিফ নিখোঁজ ছিলো। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়। আজ বিকেলের দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মুন্নু কারখানার পাশে একটি খালে ভাসমান মরদেহের খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরে একাধিক জখমের চিহ্ন দেখা যায়। নিহত আরিফ প্রতিবেশী বন্ধু মানিকের সাথে গিয়ে নিখোঁজ হয়, সেই বন্ধু এখন মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাব সেন্টারে ভর্তি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আরিফ তার এক বন্ধুর সাথে গিয়ে নিখোঁজ হয়। এছাড়া আরিফ ও তার বন্ধু মাদক সেবনের সাথে জড়িত ছিলো। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close