ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ঢাকা অর্থনীতি ডেস্ক: ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাবতলী থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এসে পৌঁছায়। অপরদিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। উভয় বাসের ৩০ জন যাত্রী আহত হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

দূর্ঘটনায় আহত দুই যাত্রী জানান, বেপরোয়া গতিতে আসা সেলফি পরিবহনের বাসটি ওভারটেক করার কারণে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। রাস্তায় আরও কয়েকবার বাসটির এক্সিডেন্টের আশঙ্কা দেখা দিয়েছিল। আমরা ড্রাইভারকে বলার পরও তিনি সর্তক হয়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close