দেশজুড়েধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক
ধামরাই প্রতিবেদকঃ ধামরাইয়ে ট্রাক চাপায় ফরিদা বেগম (৪০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মহাসড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা পটুয়াখালী জেলা সদর থানার খাসেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি স্বামী আনোয়ার হোসেনের সাথে ধামরাইয়ে ভাড়া থেকে স্নোটেক্স কারখানায় কাজ করতেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সকালে কারখানায় কাজে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা করে ফরিদা। পরে ঢুলিভিটা এলাকায় মহাসড়ক পারাপারের সময় মানিকগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
ধামরাই থানার উপ-পরিদর্শক কামাল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এন এইচ