ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে খুনিকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে গ্রামবাসীর মানববন্ধন (ভিডিও)
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে দিন-দুপুরে প্রকাশ্যে আলামিন হোসেন (২৩) নামে এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
সোমবার (২৯ মার্চ) দুপুর ১২ টার সময় ধামরাই উপজেলার মুল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বর হয়ে ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ধামরাই থানা ঘেরাও করে। পূর্ণরায় বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বর এসে শেষ হয়।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া সবাই খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, শুক্রবার (২৬ মার্চ)বেলা সাড়ে ১১ টার দিকে ধামরাই পৌরহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একটি চায়ের দোকানের সামনে এ আলামিনকে ছুরিকাঘাত করে হত্যা করে মাহফুজ।
এ ঘটনায় নিহতের বড় ভাই শামসুল বাদী হয়ে মাহফুজকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন জানান, মাহফুজকে আসামী করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিডিও দেখুন: